Coochbehar : 'রাতেও কেন কাজ ?' কোচবিহারের পঞ্চায়েত প্রধান-সহ কয়েকজনকে তালাবন্ধ করে বিক্ষোভ বিজেপির

  • 2 years ago
রাতেও কেন পঞ্চায়েত অফিসে কাজ ? প্রশ্ন তুলে কোচবিহারের শালবাড়ি ২ নম্বর পঞ্চায়েতে তালা বিজেপির। পঞ্চায়েত প্রধান সহ কয়েকজনকে তালাবন্ধ করে বিক্ষোভ। পুলিশ এসে তালা খুলে উদ্ধার। গ্রেফতার ৩ বিজেপি কর্মী। দলীয় কর্মীকে গ্রেফতারির প্রতিবাদে বক্সীরহাটে থানা ঘেরাও বিজেপির। তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে বিক্ষোভ। গেট ভেঙে থানায় ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

Recommended