Anubrata Mandal : জেরার আগে মেডিক্যাল পরীক্ষা, আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত।Bangla News

  • 2 years ago
আচমকা সিদ্ধান্ত বদল সিবিআই-এর। অনুব্রতকে জেরার আগে মেডিক্যাল করানোর সিদ্ধান্ত সিবিআই-এর। মেডিক্যাল পরীক্ষার জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হল আলিপুর কমান্ড হাসপাতালে। অনুব্রতকে নিয়ে কমান্ড হাসপাতালে পৌঁছল সিবিআই-এর কনভয়। অনুব্রতর চিকিৎসা করবে কমান্ড হাসপাতাল, গতকালই নির্দেশে জানিয়েছিল আসানসোল আদালত। মেডিসিন, কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সার্জেন আছেন মেডিক্যাল বোর্ডে।

Recommended