East Midnapore: ভগবানপুরে সরকারি চাকরি-প্রতারণার অভিযোগে গণধোলাইকাণ্ডে গ্রেফতার ৫

  • 2 years ago
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সরকারি চাকরি-প্রতারণার অভিযোগে গণধোলাইকাণ্ডে গ্রেফতার ৫। ধৃতদের আজই আদালতে পেশ। সরকারি চাকরি-প্রতারণার অভিযোগে গতকাল ভগবানপুরের কোটবাড় গ্রামে তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বাড়িতে চড়াও হন চাকরিপ্রার্থীরা। তৃণমূল নেতাকে না পেয়ে তাঁর স্ত্রী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা ও ছেলেকে বেধড়ক মারধর করা হয়। বাড়িতেও চলে ভাঙচুর। ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ।