Kolkata Shootout: কাদের উপর রাগ? কারা ছিলেন ঘাতকের নিশানায়? Bangla News

  • 2 years ago
ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডের নেপথ্যে কি ছুটি সংক্রান্ত ক্ষোভ? ভারতীয় জাদুঘর সূত্রে পাওয়া তথ্যে তেমনই ইঙ্গিত। সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ ছাড়াও CISF-এর হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রর নিশানায় ছিলেন ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার, এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গি ও এক কনস্টেবল। সূত্রের খবর, ডিউটি রোস্টার তৈরি করা ছাড়াও কে, কবে ছুটি পাবে, তা ঠিক করতেন রঞ্জিত ও ওই কনস্টেবল। তা মঞ্জুর করতেন অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ। 

Recommended