Bajrang Punia Wins Gold: বার্মিংহামে কুস্তিতে ভারতের প্রথম সোনা, পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে জয়ী বজরঙ্গ পুনিয়া

  • 2 years ago
তাঁর ওপর প্রত্যাশার পারদ ছিল গগনচুম্বী। হতাশ করেননি বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia)। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে কানাডার লাচনাল ম্যাকনিলকে ৭-২ ব্যবধানে হারিয়ে দিলেন ভারতীয় পালোয়ান। প্রতিপক্ষকে কার্যত লড়াই করতে দেননি বজরঙ্গ। সোনা জিতে নিলেন তিনি।

Recommended