Rahul Gandhi: 'গণতন্ত্রের বিরুদ্ধে মোদি ও শাহ যা করছেন, আমরা তাঁর বিরোধতা করবই', বললেন রাহুল গাঁধী। Bangla News
  • 2 years ago
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস ইডি সিল করে দেওয়ার পর আজ সকাল থেকে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগে সরব কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত প্রথম দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। পরে অধইবেশন বসলেও টানা স্লোগান চালিয়ে যায় বিরোধীপক্ষ। লোকসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি।  ED, CBI এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগে প্রতিবাদে কংগ্রেস সাংসদরা।  ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির ক্ষমতার পরিধি কতটা, তা নিয়ে রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিস দিয়েছেন শিবসেনার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী। তাঁর অভিযোগ, বিরোধী দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে। 'গণতন্ত্রের বিরুদ্ধে মোদি ও শাহ যা করছেন, আমরা তাঁর বিরোধতা করবই', বললেন রাহুল গাঁধী।
Recommended