Arpita Muherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার 'সোনার খনি'

  • 2 years ago
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস এর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সোনার খনি!  ইডি সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে মিলেছে ৯টি সোনার নেকলেস, এ লেখা একটি সোনার লকেট। ১১টি সোনার কঙ্কন, ১৮ জোড়া কানের দুল, ৫টি আংটি, ৭টি সোনার হার,  সোনার পেন, সোনার বার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা। এত সোনার অলঙ্কার কেনার টাকা কোথা থেকে এল? কতদিন ধরে কেনা হয়েছে এই সব সোনার অলঙ্কার, এ সবই তদন্তে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইতিমধ্যেই চার কোটি ৩০ লক্ষের সোনার নথি জমা দিল ইডি।

Recommended