'গায়ে রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি'

  • 2 years ago

শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানেই ফের এক নাটকীয় ঘটনা। ইএসআই হাসপাতাল থেকে পার্থের স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় তাঁর গাড়ির দিকে জুতো ছোড়েন এক মহিলা। যদিও জুতো পার্থর গায়ে লাগেনি। তাঁর গাড়িতে লেগেই পড়ে যায়। এই নিয়ে মহিলা জানান 'রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি'