Calcutta Medical College: প্রায় ১২ ঘণ্টা পর কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হলেন হৃদরোগে আক্রান্ত রোগী। Bangla News

  • 2 years ago
জেলা ও কলকাতায় তিন-তিনটি সরকারি হাসপাতালে ঘুরে, প্রায় ১২ ঘণ্টা পর কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হলেন হৃদরোগে আক্রান্ত রোগী। ফের রেফার-রোগের অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা ৭৮ বছরের রঘুনন্দন মণ্ডল গতকাল হৃদরোগে আক্রান্ত হওয়ায় প্রথমে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। অভিযোগ, সেখানে ICU না থাকায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করার পর বেড না পেয়ে রোগীকে এনআরএসে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেও জায়গা না পেয়ে রাত ৩টে নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয় রোগীকে। কিন্তু বেড না মেলায় জরুরি বিভাগে কার্যত বিনা চিকিত্সায় রোগীকে দীর্ঘক্ষণ শুইয়ে রাখা হয় বলে অভিযোগ। শেষপর্যন্ত কোনও হাসপাতালেরই প্রতিক্রিয়া মেলেনি।

Recommended