Partha-Arpita Property : ১০ বছর আগেই যৌথ নামে সম্পত্তি কিনছিলেন পার্থ-অর্পিতা ?

  • 2 years ago
১০ বছর আগে থেকেই যৌথ নামে সম্পত্তি কিনছিলেন পার্থ-অর্পিতা ? এবিপি আনন্দর হাতে শান্তিনিকেতনের ‘অপা’-র দলিল। ২০১২ সালে দু’জনের নামে সম্পত্তি কিনছিলেন পার্থ-অর্পিতা। ২০১২: ২০ লক্ষ টাকায় ১০ কাঠা জমি কিনেছিলেন পার্থ-অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা হয় জমি। শ্যামলী বন্দ্যোপাধ্যায় ও সুসীম বন্দ্যোপাধ্যায়ের থেকে জমি কেনেন পার্থ-অর্পিতা। ২০২০ সালে জমিটি রেকর্ড হয় শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই রয়েছে ‘অপা’-র মালিকানা।

Recommended