SSKM: ‘এসএসকেএমে যা রিপোর্ট করা হয়েছিল, ভুবনেশ্বর এইমসের রিপোর্টও সবই প্রায় একরকম’। মন্তব্য এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্‍সক তুষারকান্তি পাত্রর। Bangla News

  • 2 years ago
‘এসএসকেএমে যা রিপোর্ট করা হয়েছিল, ভুবনেশ্বর এইমসের রিপোর্টও সবই প্রায় একরকম’। ‘ওষুধ আমরা যা প্রেসক্রাইব করেছিলাম, তাই দেওয়া হয়েছে’। ‘পার্থক্য শুধু ভর্তির ব্যাপারে’। ‘শনিবার আমরা ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলাম’। ‘তখন রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল’। ‘ওনারা সোমবার রোগীকে অ্যাসেসমেন্ট করেছেন’। ‘মাঝখানে ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে’। ‘৩৬ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সা করেছি আমরা’।‘তাতে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে’‘রোগীর এখনকার স্টেটাস অনুযায়ী, ভুবনেশ্বর এইমস রিপোর্ট দিয়েছে’।মন্তব্য এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্‍সক তুষারকান্তি পাত্রর