Murshidabad News: বহরমপুর থানায় বিস্ফোরণ, এক পুলিশ কর্মী-সহ জখম ৩

  • 2 years ago
বহরমপুর থানায় বিস্ফোরণ। এক পুলিশ কর্মী-সহ জখম ৩। পুলিশ সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ থানার দোতলায় মালখানার বাইরে মজুত মোবাইল টাওয়ারের ব্যাটারিতে বিস্ফোরণ হয়। আহত হন এক এসআই, এক সিভিক ভলান্টিয়ার ও একজন ভিলেজ পুলিশ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।