Research On Chop Shilpo : চপ শিল্প নিয়ে গবেষণা করে সোশাল মিডিয়ায় ভাইরাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

  • 2 years ago
চপ শিল্প নিয়ে গবেষণা করে সোশাল মিডিয়ায় ভাইরাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মালদার গাজোলের বাসিন্দা কণা সরকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতকোত্তরের পড়ুয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীর গবেষণার বিষয় ঠিক করে দিয়েছেন তাঁর গাইড অধ্যাপক তাপস পাল। অধ্যাপকের দাবি, ছাত্রীর গবেষণার বিষয় ছিল গ্রামীণ চপ শিল্প ও সংসার পরিচালনায় তার প্রভাব। চপ শিল্প গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলেছে, দাবি অধ্যাপক ও গাইডের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

Recommended