Weather Update: তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। Bangla News

  • 2 years ago
কলকাতায় যখন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে তখন ৩৮ ডিগ্রি পার! বালুরঘাটেরও তাপমাত্রা ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ২৪ দশমিক ৬ ডিগ্রি, কালিম্পঙের সর্বোচ্চ পারদ ২৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে, মালদার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে প্রায় ৬০ শতাংশ বেশি বৃষ্টি হলেও, তারপর ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকে। গতকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের থেকে মাত্র ৩ শতাংশ বেশি। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৮ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিনজেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

Recommended