ভরা বর্শাতেও নেই বৃষ্টি, ক্ষতির মুখে পাট ও ধান চাষীরা

  • 2 years ago
ভরা বর্শাতেও নেই বৃষ্টি, ক্ষতির মুখে পাট ও ধান চাষীরা



মুর্শিদাবাদ জেলার অন্যতম অর্থকারী তন্তু জাতীয় ফসল পাট। মুর্শিদাবাদ জেলার বৃহৎ অংশে পাট চাষ হয়ে থাকে। একাধিক চাষি নির্ভর করেন পাট চাষের উপর। তবে এবছর ভরা বর্ষা কিন্তু বৃষ্টির দেখা নেই, মাঠেই রোদে পুড়ে শুকিয়ে যাচ্ছে পাট। শুধু তাই নয় বৃষ্টির অভাবে সমস্যায় পড়েছেন আমন ধান চাষীরা। মাথায় হাত পাট ধানচাষীদের।

ভারী বৃষ্টি না হওয়ার কারনে চরম দুর্ভোগে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কান্দির পাট চাষিরা। কান্দির জীবন্তি, গোকর্ণ, পুরন্দর পুর, আন্দুলিয়া সহ একাধিক এলাকার প্রায় হাজার হাজার বিঘা জমিতে পাট চাষ করা হয়। কিন্তু বৃষ্টির অভাবে জমিতেই শুকিয়ে যাচ্ছে সমস্ত পাট।
উল্লেখ্য পাট চাষের পর পাট গাছ কোনও জলা জায়গায় ডুবিয়ে পচানো হয়। তারপর সেই পচা পাট থেকে আঁশ বের করে তন্তু করা হয়। কিন্তু ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই, পাট জাগ দেওয়া নিয়ে অত্যন্ত সমস্যায় পড়েছে চাষিরা। ফলে ক্ষতির সম্ভাবনা দেখে দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে পাট চাষিদের। তাছাড়া জলের অভাবে ধানও চাষ করতে পারছেন না, আমন ধান চাষিরা। সরকারি সাহায্যের আবেদন।

রঙ্গিলা খাতুন, কান্দি

Recommended