Srilanka Political Crisis: গণবিক্ষোভের জেরে জ্বলছে শ্রীলঙ্কা। কলম্বোর ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। Bangla News

  • 2 years ago
গণবিক্ষোভের জেরে জ্বলছে শ্রীলঙ্কা। জনরোষ এড়াতে কলম্বোর ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আশ্রয় নিয়েছেন মলদ্বীপে। সূত্রের খবর, ভারতীয় সময় আজ বেলা ১২টা নাগাদ মলদ্বীপ থেকে সস্ত্রীক সিঙ্গাপুর উড়ে যেতে পারেন রাজাপক্ষে। এদিকে,শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, গতকাল রাজাপক্ষের ইস্তফা দেওয়ার কথা থাকলেও, তিনি পদত্যাগপত্র পাননি। পাশাপাশি, শ্রীলঙ্কায় গণবিক্ষোভ অব্যাহত। গতকাল রাতে একাধিক জায়গায় সংঘর্ষ বাধে। নিরাপত্তা বাহিনীর সদস্য-সহ কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। গতকাল রাতে সংসদ ভবনের কাছে পোলদুয়া জংশনে সংঘর্ষে আহত ৩৩ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিসের কাছে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। হাসপাতালে চিকিত্সাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

Recommended