Coochbihar: বৃষ্টির পরই কোচবিহার পুর এলাকায় রাস্তার কঙ্কালসার চেহারা! সরব হয়েছে বিজেপি। Bangla News

  • 2 years ago
বৃষ্টির পরই কোচবিহার পুর এলাকায় বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবস্থা এমনই যে রাস্তা দিয়ে চলাই দায়। এ নিয়ে সরব হয়েছে বিজেপি। পুরসভার চেয়ারম্যান মানছেন, রাস্তার হাল খারাপ। তবে দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি।

Recommended