আজকে তোরে পাইছি...

  • 2 years ago
দুনিয়ার সব কাজ করার আগে মানুষ সেটা শিখে নেয়৷ কিন্ত ঈবাদতের মত মহান কাজে এই গাফলতি কেন? আর হজ্বের মত একটা বড় ঈবাদত। যেখানে অর্থ,পরিশ্রম, সময় সবকিছুই ব্যয় হচ্ছে প্রচুর৷ সেখানে যাবার আগেও কমপক্ষে এটা জেনে রাখা উচিত যে, পাথর মারা এটা আল্লাহর একটা হুকুম। শয়তানের গায়ে পাথর মারা নয়৷ না জেনে উল্টাপাল্টা কিছু করলে সেটা নিয়ে মানুষ মজা নিবেই, এটাই স্বাভাবিক।