Metro Inauguration : "মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীনই কেন মেট্রোর উদ্বোধন ?", কেন্দ্রকে আক্রমণে তৃণমূল

  • 2 years ago
এবার শিয়ালদা-সল্টলেক মেট্রোর উদ্বোধনেও সংঘাত। সোমবার শিয়ালদা-সল্টলেক মেট্রোর উদ্বোধন, পরিষেবা শুরু ১৪ জুলাই। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীনই কেন মেট্রোর উদ্বোধন ?’ ‘উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে এড়াতেই পরিকল্পনা’। মেট্রোর উদ্বোধনের দিন নিয়ে কেন্দ্রকে আক্রমণে তৃণমূল। প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূলই, পাল্টা দাবি বিজেপির।