Firhad Hakim on Canning Murder: ৩ তৃণমূল নেতা খুনের পর থমথমে ক্যানিং।  এই প্রসঙ্গে কী বলছেন ফিরহাদ হাকিম? Bangla News

  • 2 years ago
৩ তৃণমূল নেতা খুনের পর থমথমে ক্যানিং। কাল থেকে ৩ দফায় অভিযুক্ত রফিকুলের বাড়িতে পুলিশ। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, সিআইডি। নমুনা সংগ্রহ ফরেন্সিকের। তিন শাসক নেতা খুনের পর ৩০ ঘণ্টা পেরোলেও এখনও অধরা অভিযুক্তরা। অন্যতম অভিযুক্ত রফিকুল-সহ ৬ জনের নামে এফআইআর। খোঁজ মেলেনি খুনে ব্যবহৃত অস্ত্রেরও। ইতিমধ্যে ৩ জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। শুধুই কি পুরনো শত্রুতা ও এলাকা দখল, নাকি ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।  পুলিস সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে,  নিহত স্বপন মাজিকে ২টি গুলি করা হয়েছিল। ভূতনাথ প্রামাণিকের শরীরে একটি গুলি মিলেছে। ঝন্টু হালদারের শরীরে কোনও গুলি মেলেনি। এই প্রসঙ্গে কী বলছেন ফিরহাদ হাকিম?