জমির উপর হাইটেনশন তার

  • 2 years ago
উত্তপ্ত মুর্শিদাবাদের ফারাক্কার বেনিগ্রাম। চাষের জমির ওপর দিয়ে হাইটেনশন তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তুমুল বাকবিতন্ডা আদানি গোষ্ঠী ও গ্রামবাসীদের মধ্যে। এমনকি পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় আমজনতা। দুইপক্ষের মধ্যে ইটবৃষ্টি ও লাঠিচার্জের জেরে আহত গ্রামবাসী সহ পুলিশকর্মীরাও। ঘটনায় ধৃত ৫ জন।

Recommended