Supreme Court: নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • 2 years ago
পয়গম্বরকে নিয়ে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নুপূর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নূপুরের একটি আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছে, ওই মন্তব্যের জন্য দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। নূপুর (Nupur Sharma) শর্তসাপেক্ষে অনেক পরে মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বলে মন্তব্য করেন বিচারপতি। সেইসঙ্গে বিচারপতি বলেছেন, আপনি নিজেকে আইনজীবী বলেন, অথচ এইরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন। আপনি শাসকদলের নেত্রী। দেখতে হবে যেন ক্ষমতা মাথা ঘুরিয়ে না দেয়। সেইসঙ্গে দিল্লি (Delhi) পুলিশের কাছেও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, রাজধানীতে নূপুর শর্মার বিরুদ্ধে প্রথম FIR দায়ের হয়েছে। সেক্ষেত্রে কী পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ? সুপ্রিম কোর্টে এক আবেদনে নূপুর জানিয়েছেন, তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। কাজেই দেশের বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে যে সব FIR হয়েছে, সেই সব মামলা একত্রে দিল্লিতে শুনানি হোক। যদিও সেই দাবি খারিজ করেছে আদালত।  
Recommended