Puri Rath yatra: পুরীতে ভক্ত সমাগম, রথযাত্রা উৎসবে মেতেছে সমুদ্র শহর

  • 2 years ago
পুরীতে (Puri) রথযাত্রার উত্‍সব (Rathyatra 2022) শুরু। ঘটা করেই পালন করা হল রীতিনীতি। শোভাযাত্রা করে বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেবের বিগ্রহকে মন্দিরের বাইরে এনে স্থাপন করা হল আলাদা আলাদা রথে। শোভাযাত্রার এই রীতিকে বলা হয় পোহন্ডি। পোহন্ডিবিজয়ের পর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা। এরপর গড়াবে রথের চাকা। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ হল দর্পদলন৷ ২ বছর কোভিড বিধির পর এবার ভক্ত সমাগমের অনুমতি দেওয়া হয়েছে। মন্দির চত্বরে ঢল নেমেছে ভক্তদের। মন্দির চত্বরে ওড়িশি নৃত্য থেকে ঢাক, কাঁসর, ঘণ্টার বাদন। ২ বছর পর সমুদ্র শহরে রথযাত্রা ঘিরে মহা ধুমধাম।  

Recommended