Siliguri Land Contro:জমি দালালদের রমরমার অভিযোগ তুলে, রাজ্যের শাসকদলকে আক্রমণ করল বামেরা। Bangla News

  • 2 years ago
সমান্তরাল সরকার চালাচ্ছে জমি দালালরা। তৃণমূল তাদের টিকিয়ে রাখতে চাইছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের মুখে, এভাবেই শাসকদলকে নিশানা করলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। একই সুর বিজেপি বিধায়কের গলাতেও। যারা বাংলাকে বিক্রি করে দিয়েছে, তাদের মুখে এসব মানায় না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

Recommended