Ankita Adhikari: ‘মন্ত্রী পরেশ-কন্যা অঙ্কিতার শূন্য পদে চাকরি দিতে হবে মামলাকারী ববিতাকে’, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। Bangla News
  • 2 years ago
‘মন্ত্রী পরেশ-কন্যা অঙ্কিতার শূন্য পদে চাকরি দিতে হবে মামলাকারী ববিতাকে’। ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দিতে পর্ষদকে নির্দেশ হাইকোর্টের। ‘মামলাকারী ববিতা সরকারকে ২৭ জুনের মধ্যে সুপারিশপত্র দিতে হবে পর্ষদকে’।‘অঙ্কিতা যেদিন কাজে যোগ দিয়েছিলেন সেইদিন থেকে প্রাপ্য সব সুবিধা দিতে হবে ববিতাকে’।‘অঙ্কিতার জমা দেওয়া ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ১০ দিনের মধ্যে পাবেন ববিতা’। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।‘নির্লজ্জতার সঙ্গে বেআইনি পদক্ষেপ করে অঙ্কিতাকে নিযুক্ত করা হয়েছিল’। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Recommended