North 24 Pargana: প্রধানের সই জাল করে সম্পত্তি হাতানোর ছক, গ্রেফতার অভিযুক্ত। Bangla news

  • 2 years ago
প্রধানের সই জাল করে, উত্তরাধিকার সংক্রান্ত ভুয়ো শংসাপত্র দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) বাদুড়িয়ার যশাইকাটি আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে বাদুড়িয়া (Baduria) থানা। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পৈতৃক জমি মিউটেশনের জন্য বাদুড়িয়া BLLRO অফিসে আবেদন করেন স্থানীয় বাসিন্দা হুমায়ুন বৈদ্য। আবেদনপত্রের সঙ্গে যশাইকাটি আটঘড়া পঞ্চায়েত প্রধানের সই করা ওয়ারিশন সার্টিফিকেটও জমা দেন। ওয়ারিশন সার্টিফিকেট (Certificate) দেখে সন্দেহ হয় স্থানীয় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের। 

Recommended