Kolkata News: পরপর বাড়িতে ফাটল, কাশীপুরে ছড়াল আতঙ্ক Bangla News

  • 2 years ago
কাশীপুরে (cossipore) রতনবাবু ঘাট সংলগ্ন ৮টি বাড়িতে ফাটল (Crack) ধরেছে। ওই সব বাড়ির বাসিন্দারা আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি স্কুলে। সেইসঙ্গে ধস নেমেছে রাস্তায়। ফাটল ও ধসের কারণ খুঁজতে পুরকর্মীরা কাজ শুরু করেছেন। কাশীপুরে রতনবাবুর ঘাট সংলগ্ন কলকাতা পুরসভার (KMC) ১ নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানেই গত বৃহস্পতিবার থেকে ৮টি বাড়িতে ফাটল ধরেছে। 

Recommended