Cossipur House Damage: কাশীপুরে রতনবাবু ঘাট সংলগ্ন ৮টি বাড়িতে ফাটল। Bangla News

  • 2 years ago
কাশীপুরে রতনবাবু ঘাট সংলগ্ন ৮টি বাড়িতে ফাটল। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার থেকে বাড়িতে ফাটল ধরতে শুরু করে। এরপর চন্দ্রকুমার রায় লেনে রাস্তার একটি বড় অংশ ধসে যায়। বিপদের আশঙ্কায় ৮টি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় স্কুলে। এদিন ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিকচন্দ্র মান্না। পরিদর্শনে যান পুরসভার ইঞ্জিনিয়াররা। মাটির নীচে সুড়ঙ্গে ফাটল ধরে গঙ্গার জল ঢুকে ফাটল ধরেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি. পুরসভা সূত্রে খবর, দিনসাতেক আগে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে এই এলাকায় একটি নিকাশি বন্ধ করে দেওয়া হয়। তার জেরেই ফাটল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।