Coochbihar Heavy Rain: ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত তুফানগঞ্জ। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি।বিপদের আশঙ্কায় গ্রামবাসীরা। Bangla News

  • 2 years ago
রাতের ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত তুফানগঞ্জ।  ভারেয়া গ্রামে উপড়ে পড়েছে বিদ্যুৎ এর খুঁটি ও বড়ো গাছ। তিনটি বাড়ি পুরোপুরি ভেঙ্গে যায়। তবে  হতাহতের কোনো খবর নেই। গাছ ও খুঁটি পড়ে গিয়ে গ্রামের  রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে৷ বিদ্যুৎ এর খুঁটি উপড়ে পড়ায় রাস্তা জুড়ে বিদ্যুৎ এর তার ছিড়ে থাকায় বিপদের আশঙ্কায় ভুগছেন গ্রামবাসীরা। এদিকে   রাতভর বৃষ্টি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। রবিবার সকাল থেকেও বৃষ্টি চলছে।

Recommended