Pavlov : পাভলভ মানসিক হাসপাতালে গাছে উঠে পড়লেন রোগী !

  • 2 years ago
পাভলভ মানসিক হাসপাতালে গাছে উঠে পড়লেন রোগী। নামাতে হিমশিম খেলেন হাসপাতালের কর্মীরা। ডাকা হল দমকল। আজ দুপুরে হাসপাতাল চত্বরে কৃষ্ণচূড়া গাছে উঠে পড়েন বছর চল্লিশের এক রোগী। আধঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা তাঁকে নামিয়ে আনেন।

Recommended