Sandipta Sen ফিলিপিন্সে, \'নতুন প্রেমের\' উদযাপন নায়িকার

  • 2 years ago
টলিউডের অন্যতম সুন্দর মুখের অভিনেত্রী বলা হয় তাঁকে। \'তুমি আসবে বলে\'  ধারাবাহিকের সময় থেকে রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তা সেন সম্পর্কে জড়ান বলে শোনা যায়। নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু না বললেও সন্দীপ্তা যেন সব সময় পেজ থ্রির খবরে। এবার সেই সন্দীপ্তা সেনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা।

Recommended