CBI raids: গুয়াহাটি-দিসপুর জাতীয় সড়কে টেন্ডার দুর্নীতি মামলায় কলকাতায় এক ব্যবসায়ীর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি সিবিআইয়ের। Bangla News

  • 2 years ago
গুয়াহাটি-দিসপুর জাতীয় সড়কে টেন্ডার দুর্নীতি মামলায় কলকাতায় এক ব্যবসায়ীর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি সিবিআইয়ের। মোট ৪টি দলে ভাগ হয়ে এদিন সকাল থেকে অভিযানে নামেন ৪০ জন সিবিআই অফিসার। মুচিপাড়া থানা এলাকার ফরডাইস লেনে বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবসায়ীর বাড়িতে চলে তল্লাশি। সিবিআই সূত্রে খবর, অসমের গুয়াহাটি-দিসপুর জাতীয় সড়ক সংস্কার ও ও সম্প্রসারণের কাজে বেসরকারি সংস্থাকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় দিসপুরে ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়ার দুই আধিকারিক-সহ ৫ জনকে আগেই গ্রেফতার করেছে সিবিআই।