Asian Cup: হংকং-কে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারত। Bangla News

  • 2 years ago
যুবভারতীতে ফের সুনীল ম্যাজিক। হংকং-কে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারত। সুনীল ছাড়াও গোল করেন আনোয়ার আলি, মনবীর সিংহ এবং ঈশান পন্ডিতা। নয়া নজির গড়লেন সুনীল ছেত্রী। হংকং-এর বিরুদ্ধে গোল করে আন্তর্জাতিক গোলের নিরিখে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাস-কে ছুঁলেন সুনীল। জাতীয় দলের হয়ে দু জনের গোলসংখ্যা ৮৪।

Recommended