আদিবাসী নৃত্য, ঢোল-ধামসা-মাদলে নতুন জেলাশাসককে বরণ

  • 2 years ago
দায়িত্ব নিয়েই প্রথম জেলা সফর সারলেন নতুন জেলাশাসক। মঙ্গলবার নতুন জেলাশাসককে স্বাগত জানালেন সরকারি আধিকারিকরা। এদিন কচুবেড়িয়ায় ভ্রাম্যমাণ ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের সূচণাও করা হয়। ঢোল-ধামসা-মাদলে বরণ করা হয় নতুন জেলাশাসককে।

Recommended