অসাধারণ কারুকাজ! লন্ডনের এই মন্দিরে দর্শনার্থীর ঢল

  • 2 years ago
লন্ডনের নিসডেনের শ্রী স্বামীনারায়ণ মন্দিরের খ্যাতি গোটা বিশ্বজুড়ে। এই মন্দিরে প্রতিদিন আসেন বহু মানুষ। মন্দিরটির নির্মানকাজ শুরু হয়েছিল ১৯৯৩ সালে এবং তা শেষ হয়েছিল ১৯৯৫ সালে। সম্পূর্ণ বৈদিক শিল্প শাস্ত্র অবলম্বনে রচিত এই মন্দির। এই মন্দিরের আরতি দেখতে ভিড় করেন বহু ভক্তরা।

Recommended