Ekhon Kolkata (1): 'রশ্মিতার মাথার পিছনে গুলির ক্ষত, অশোকের শরীরে একাধিক আঘাত,' উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

  • 2 years ago
একদিন পার, ভবানীপুরে জোড়া খুনে এখনও অধরা আততায়ী। কেন, কী উদ্দেশ্যে গুজরাতি দম্পতিকে খুন? এখনও রহস্য। বাড়ির সামনের ৩টি সিসি ক্যামেরা ২ বছর ধরে বিকল, জানত আততায়ী?। তদন্তে পুলিশের ভরসা বাড়ির কাছে থাকা আরও একটি ক্যামেরার ফুটেজ। সূত্রের খবর ভবানীপুর জোড়া খুনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 'রশ্মিতার মাথার পিছনে গুলির ক্ষত, অশোকের শরীরে একাধিক আঘাত।'

Recommended