Cyber Crime: অনলাইনে প্রতারণার ফাঁদ, অচেনা লিঙ্কে ভুলবশত ক্লিক করলেই সর্বনাশ
  • 2 years ago
স্মার্টফোনের (Smart Phone) দৌলতে পৃথিবী আজ হাতের মুঠোয়। অনলাইনে পেমেন্ট (Online Payment) থেকে শপিং, নেটব্যাঙ্কিং থেকে টাকা ট্রান্সফার। ইন্টারনেট আর স্মার্ট ডিভাইসের যুগলবন্দিতে সব কাজ হাসিল এক টাচে কিন্তু, এই ইন্টারনেটে ভর করেই মোবাইল ফোনে ঢুকে পড়ছে না তো ভাইরাস (Virus)? আপনার ডিভাইসে সেভ করে রাখা সমস্ত তথ্য চলে যাচ্ছে না তো অন্য কারও কব্জায়? বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোনই এখন প্রতারকদের (Cyber Fraud) সবথেকে বড় টার্গেট। আর প্রতারণার (Fraud) প্রধান হাতিয়ার লিঙ্ক। লিঙ্কের ফাঁদে পা দিলেই, অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। 
Recommended