Zero Shadow Day: আজ জিরো শ্যাডো ডে অর্থাৎ শূন্য ছায়া দিবস

  • 2 years ago
আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যথা! সুকুমার রায় তাঁর ছায়াবাজি কবিতায় লিখেছিলেন এই পংক্তি। তবে আজ ভরদুপুরে যুদ্ধ করেও দেখা মিলবে না ছায়ার। বরং কিছুক্ষণের জন্য উধাও হবে সে। সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকবে কলকাতা। আজ জিরো শ্যাডো ডে অর্থাৎ শূন্য ছায়া দিবস। 

Recommended