WBCHSE: ১০ জুন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ

  • 2 years ago
আগামী শুক্রবার (Friday) উচ্চমাধ্যমিকের (HS Result) ফল প্রকাশ। সকাল সাড়ে ১১টা থেকে এবিপি আনন্দর (ABP Ananda) ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে রেজাল্টের ১০ দিন পর মিলবে মার্কশিট (Marksheet)। আগামী বছর মাধ্যমিক (Madhyamik) শুরু হবে ২৩ ফেব্রুয়ারি।

Recommended