Kolkata: পুলিশি জুলুমের অভিযোগে টালিগঞ্জ-গড়িয়া রুটে অটো বন্ধ রাখলেন চালকরা

  • 2 years ago
পুলিশি জুলুমের অভিযোগে টালিগঞ্জ-গড়িয়া রুটে অটো বন্ধ রাখলেন চালকরা। রানিকুঠি মোড়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা অটো চালকদের। অভিযোগ, অটো চালাতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন চালকরা। বিনা কারণে মামলা রুজু করা হচ্ছে। এর প্রতিবাদেই এদিন টালিগঞ্জ-গড়িয়া রুটে অটো বন্ধ রাখেন চালকরা। অটো বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা। 

Recommended