2 years ago

KK Demise: 'ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান কেকে, মাথা ঠুকে যায়..' শিল্পীর জীবনের শেষ কয়েক ঘণ্টায় কী কী হয়েছিল?

ABP Ananda
ABP Ananda
সুরের হাত ধরেই সুরলোকে পাড়ি দিলেন কেকে! নজরুল মঞ্চে কলেজের কনসার্ট শেষে অসুস্থ। হোটেল থেকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিত্‍সকরা। কলকাতা থেকে সেই খবর পেতেই যেন অন্ধকার নেমে আসে মুম্বইয়ের ভারসোভার পার্ক প্লাজার অ্যাপার্টমেন্টে। সকালে কলকাতায় আসেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী ও ছেলে। মৃতদেহের ময়নাতদন্তের পর রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়া হয় প্রয়াত শিল্পীকে। কাল মুম্বইয়ের ভারসোভা শ্মশানে কেকে-র শেষকৃত্য সম্পন্ন হবে। 

Browse more videos

Browse more videos