_শহরে বৃষ্টি, বিকেলে ঝড়ের আশঙ্কাও!

  • 2 years ago
গরমে নাজেহাল সাধারণ মানুষ। দেখা নেই বৃষ্টিপাতের। এই অস্বস্তিকর পরিস্থিতির থেকে মুক্তি পাওয়ার জন্য বৃষ্টি চাইছেন সাধারণ মানুষ। কিন্তু সেভাবে আশার কোনও খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। বরং বাড়বে শহর কলকাতার তাপমাত্রা, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ সুজিব করের কথায়, 'প্রচণ্ড হারে বাড়তে শুরু করবে তাপমাত্রা। এমনকী ৪০ ডিগ্রিও ছুঁতে পারে তাপমাত্রার পারদ। প্রায় সাত থেকে আটদিন প্রবল গরম থাকবে।'

Recommended