Sauraseni Maitra এর সঙ্গে নুসরতের প্রাক্তন নিখিলের সম্পর্ক? গুঞ্জন

  • 2 years ago
অভিনেত্রী সৌরসেনী মৈত্রর সঙ্গে লন্ডনে দেখা যাচ্ছে নিখিল জৈনকে? এমনই একটি খবরে জল্পনা ছড়াতে শুরু করেছে টলিউডে। সৌরসেনী মৈত্র বেশ কিছুদিন ধরে লন্ডনে রয়েছেন শ্যুটের জন্য। সৌরসেনী লন্ডনে যাওয়ার পর সেখানে নিখিল জৈনও নাকি পৌঁছে গিয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

Recommended