রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ । ঈদ মোবারাক #subscribe
ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং ঈদ মোবারক অর্থ হলো ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক। তাই সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালে উঠে গোসল করে নতুন কাপড় পরে সবাই চলে যায় নামাজ পড়তে । সবাই একসাথে সারিবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করে সবাই সবার জন্য দোয়া করে ঈদগাহের মাঠে। এরপর ধনী-গরিব, শত্রু- মিত্র নির্বিশেষে সবাই সবার সাথে কোলাকুলি করে । হয়তো সবিরউদ্দিনের সাথে কবিরউদ্দিনের শত বিবাদের নিষ্পত্তি হতে পারে ঈদের দিনের কোলাকুলিতেই । অদ্ভূত মহিমায় পরিপূর্ণ এ দিনে সাবেরার মাও গলা মেলায় মৃণালিনীর মায়ের সাথে । আর পাশের বাড়ির মৃণালিনী অপেক্ষায় থাকে কখন সাবেরায় বাসায় গিয়ে মজার মজার খাবার খাবে। তার প্রাণপ্রিয় বান্ধবীর ঈদের নতুন পোশাক, নতুন জুতা দেখবে । সাম্প্রদায়িক সম্প্রীতির এ ধর্মীয় উৎসব আমাদের মধ্যে থেকে সব বিদ্বেষ দূর করে মাতিয়ে দেয় ভালোবাসার উৎসবে ।