Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/4/2022
Eid ul fitr natok 2022 - Abosheshey
Screenplay: Ibrahim Chowdhury Akib
Story and direction: Mahmudur Rahman Hime
Starring: Tahsan, Bidya Sinha Mim

নাটক: অবশেষে
চিত্রনাট্য : ইব্রাহীম চৌধুরী আকিব
গল্প ও পরিচালনাঃ মাহমুদুর রহমান হিমি
অভিনয়: তাহসান, বিদ্যা সিনহা মিম

খুব ছোটবেলায় তাইফার বাবা মার ডিভোর্স হয়ে যায়। সে বড় হয় তার মার কাছে তার বাবা তার কোন খোঁজ না দিলেও ডিভোর্সের পর সমাজ থেকে শুরু করে পরিবারের সবার কাছে তাইফার মাকেই কথা শোনতে হয়। সমাজ থেকে শুরু করে পরিবারের অন্যান্যদের নানা তিরস্কার ছোটবেলা থেকেই সহ্য করে বড় হয়েছে তাইফা। এজন্য তাইফা তেমন কারো সাথে মিশেও না। একটা সময় পরিচয় হয় সাদের সাথে। সাদ তাইফাকে প্রথম থেকেই পছন্দ করে কিন্তু কখনোই নিজের থেকে কিছু বলতে পারেন । ধীরে ধীরে সাদ আর তাইফার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পকে সৃষ্টি হয় এবং সাদ তাইফার প্রতি দুর্বল হতে থাকে।

Category

📺
TV

Recommended