মোদী সরকার শুধু লিভ সার্ভিস দিচ্ছেন: ফিরহাদ

  • 2 years ago
ফিরহাদ হাকিমের নিশানায় মোদী সরকার। পালটা কলকাতার মেয়রকে তোপ দাগলেন BJP নেতা দিলীপ ঘোষ। ফিরহাদ বলেন, "BJP চাইছে দু'একজনের মৃত্যু। আর সেই নিয়ে ওঁরা রাজনীতি করবে। কারও সর্বনাশ কারও পৌষ মাস।"

পালটা দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তো পুতিন এবং জেলেনভস্কিকে বুঝিয়ে বলতে পারেন যুদ্ধটা বন্ধ হলে ভালোই হয়। উত্তরপ্রদেশে গিয়ে BJP সরকারের বিরুদ্ধে কিছু বলার নেই। তাই এইসব বলছেন। কীভাবে একজন সন্ন্যাসীকে আক্রমণ করছেন। উত্তরপ্রদেশের মানুষ বিষয়টি ভালোভাবে মেনে নেবে না।"

Recommended