বিয়ে করছেন রশ্মিকা-বিজয় ?

  • 2 years ago
পুষ্পা ছবিটি রাতারাতি রশ্মিকা মন্দানাকে (Rashmika Mandanna) মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এমন সাফল্য এর আগে রশ্মিকা দেখেননি। এবার কি তবে জীবনের পরবর্তী ধাপে পা বাড়াতে চলেছেন!

Adv: কুইজ খেলুন, কয়েন জিতুন
একটা সময় ছিল, যখন অভিনেত্রীরা কেরিয়ারে পিকে থাকার সময়ে বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগতেন। হয়তো কেরিয়ারই শেষ হয়ে যাবে। আর নায়িকার ভূমিকায় দেখা যাবে না তাঁকে। কিন্তু কাজল (Kajol), দীপিকা পাডুকোন (Deepika Padukone), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), অনুষ্কা শর্মা (Anushka Sharma) এঁরা সবাই সেই ছক ভেঙে দিয়েছেন। এমন মাধুরী (Madhuri Dixit)-শ্রীদেবীও (Sridevi)। আমি জাস্ট কয়েকটি অতি পরিচিত নাম নিলাম। এমন নাম আরও আছে।