বাপ্পিদা-কে একবার গানও লিখে দিয়েছিলাম : মুখ্যমন্ত্রী

  • 2 years ago
"বাপ্পিদা মাঝেমধ্যেই বলতেন দু'টো গান লিখে দিও", দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাংলা গানে-কবিতায় একুশে উদযাপন হয়। এদিনের অনুষ্ঠানে প্রয়াত শিল্পীদের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বাংলা ভাষায় নিয়ে কথা বলতে গিয়ে খুবই খারাপ লাগে। সন্ধ্যা দি চলে গেলেন। সুচিত্রা সেন থেকে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর সকলের কণ্ঠে তিনি গান গেয়েছেন। সংগীতের স্বর্ণযুগ ছিল সেটি। কোনওদিনও সেই দিন আর ফিরে আসবে না। কোনও বিকল্প নেই তাঁর। এখন তো কত বাদ্যযন্ত্র, প্রযুক্তি আছে। তখন তো এতকিছু ছিল না।শুধু তাঁদের গলার জোরেই তাঁরা গান গেয়েছেন। সুরের সরস্বতীকে আর ফিরে পাওয়া যায় না।"

Recommended