প্রয়াত কিংবদন্তী বাপ্পি লাহিড়ী, শিল্পী মহলে শোকের ছায়া

  • 2 years ago
সংগীত জগতে আরও এক নক্ষত্রপতন। প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ী। তাঁর বয়স হয়েছিল ৬৯। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১.৪৫ নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া সারা দেশে। শোকস্তব্ধ শিল্পী মহলও। কুমার শানু থেকে উষা উথ্থুপরা সকলেই শোকজ্ঞাপন করেছেন ইতিমধ্যেই। গত বছর এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, একাধিক রোগে ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী। শেষজীবনে চলাফেরা করার ক্ষেত্রেও অসুবিধা দেখা দেয়। এরপরেই তাঁর জুহুর বাড়িতে হুইল চেয়ারের বন্দোবস্ত করা হয়। একটি লিফটও বসানো হয়েছিল বলেই খবর।

Recommended