Netaji Subhas Chandra Bose Jayanti 2022: জন্মদিনে স্মরণ নেতাজিকে, দেখুন দেশনায়কের উক্তি
  • 2 years ago
১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটকে জন্ম নেন সুভাষ চন্দ্র বসু। ছোট থেকেই যেন বিপ্লবী মন্ত্রে দিক্ষীত ছিলেন সুভাষ। বয়স যত বাড়তে শুরু করে, ভারত মায়ের প্রতি সুভাষের সেই ভালবাসা আরও গভীরে পৌঁছয়। পড়াশোনার সময় থেকেই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সুভাষ চন্দ্র বসু যে সংগ্রাম শুরু করেন, তাকে এখনও স্মরণ করেন গোটা দেশের মানুষ।1
Recommended